বিপর্যয়ের পর সিকিমকে স্বাভাবিক অবস্থায় ফেরাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
নিজস্ব প্রতিনিধি , সিকিমঃ সিকিম বিপর্যয়ের পরে কেটে গেছে বেশ কিছু দিন। এখনো একেবারেই স্বাভাবিক হয়ে উঠতে পারে নি সিকিম। বিভিন্ন রাস্তা বন্ধ দরকার পড়ছে আলোর কিন্তুু রাত হয়ে যাওয়ার কারনে কাজ করতে পারছে না সেনাবাহিনীর জওয়ানেরা। তা হলেও এখন অধেকটাই তৈরী সিকিম। আর এর সৌজন্যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। একের পর এক বাধা পেরিয়ে তারা তৈরী করছে শহরটাকে। একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া শহরকে আবার স্বাভাবিক করতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। সেনাবাহিনীর এই লড়াইতে অনেকটাই নিজেদের ফিরে পেয়েছে সিকিমের মানুষ। এত বড় বিপর্যয় সামলে যে সিকিম আবার নিজেদের আগের জীবনে ফিরে যেতে পেরেছে সেটার কৃতিত্ব সেনাবাহিনীর জওয়ানেরা। সিকিমের মানুষ চাইছেন তারা যেন কাজ করতে পারেন। এই লড়াই তাদের জন্য অনেকটাই পথ এগিয়ে দেবে বলে মনে করছেন সিকিমের মানুষ। এই লড়াই তাদের জীবনে একটা আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছেন তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন