পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন , প্রতিবাদ বিজেপি বিধায়কের

 

মহালয়ার আগেই উদ্বোধন দূর্গাপূজোর , প্রতিবাদে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ



কুশল দাশগুপ্ত , শিলিগুড়িঃ  দেবীপক্ষ শুরু হবার আগেই উদ্বোধন দূর্গাপূজোর।  সম্প্রতি   শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিক্ষোভ দেখালেন শিলিগুড়িতে। শিলিগুড়ির বিধায়ক এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী রোডে বিক্ষোভ দেখান বিজেপীর দলীয় সমর্থকদের সাথে। এদিন বিধায়ক জানান মুখ্যমন্ত্রী যা ভালো বুঝছেন বা যা ভালো লাগছে তাই করে আসছে।নিজের পছন্দ মতো কাজ করে উনি সবার কাছে হাসির খোরাক হয়েছেন। তিনি একজন মুখ্যমন্ত্রী এবং সবার আগে তিনি একজন হিন্দু। আমাদের হিন্দু ধর্মের নিয়ম নীতি উনি মানেন না যা খুশী তাই করে যাচ্ছেন। আর পূজোর কমিটিগুলি টাকা পাবে এই আশায় ওনাকে দিয়ে ভার্চুয়াল উদ্বোধন করে যাচ্ছে। কিন্তুু এটা কোনমতেই ঠিক নয়। এদিন বিজেপী সমর্থকেরা মৌন প্রতিবাদ করেন। তাদের সাথে যোগ দেন বেশ কিছু স্থানীয় মানুষ। এদিন বিজেপী বিধায়কের সাথে ছিলেন ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এবং কাউন্সিলার মঞ্জুশ্রী পাল সহ অন্যান্য দলীয় কর্মীরা। হাতে কালো বোর্ড নিয়ে বিক্ষোভ জানিয়ে বিধায়ক জানান এইভাবে হিন্দুদের ঐতিহ্য এবং সংষ্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তুু মানুষ সেটা কোনভাবেই মেনে নেবে না। এর জবাব মানুষ দেবে।

মন্তব্যসমূহ