শারদোৎসবে শিলিগুড়ি পুলিশ নামছে মাদক নিয়ন্ত্রণে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়িঃ আসন্ন শারদোৎসবের পূর্বে শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং শহরে ড্রাগ কারবারিদের সমাগমের ওপর নজরদারি বাড়াতে অনুষ্ঠিত হলো জরুরী বৈঠক আজ শিলিগুড়ি পুরনিগমের হলঘরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার, ডি সি পি ট্রাফিক,মেয়র,মেয়র পারিষদ বৃন্দ, কমিশনার ও সচিব শিলিগুড়ি পৌরনিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকেরা। এই বৈঠকে মেয়র গৌতম দেন জানান আমাদের কাছে খুব একটা সময় নেই, কারন পূজো একেবারেই সামনে চলে এসেছে, আর এই পূজোর সময় বেশ কিছু অসাধু মানুষ নিজেদের ব্যাবসা বাড়িয়ে তুলতে ড্রাগসের ব্যাবসা শুরু করেন। আর শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে শহরের নানা জায়গা থেকে মানুষ আসেন শুধুমাত্র এই শহর থেকেই নয় বাইরে থেকেও মানুষ আসেন।আর শুরু হয় কালো কারবার। এখানে এমন ধরনের মানুষ আসেন যারা গোটা ভারতে এই ড্রাগস পাচার করে। এই ব্যাবসার সাথে তারা জড়িয়ে ফেলেছে এখানকার স্থানীয় কিশোর এবং কিশোরীদের। টাকার লোভে অনেকেই এই পথ বেছে নিয়েছে। তাই এবারে আমাদের আগের থেকেই সতর্ক থাকতে হবে যাতে এই আনন্দের সময় যাতে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ চারিদিকে ছড়িয়ে না পড়ে।এদিন মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন কিভাবে পূজোর সময় চারিদিকে তৈরী হওয়া অসামাজিক কার্যকলাপ স্থগিত রাখা যায়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ এবং অন্যান্য কাউন্সিলারেরাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন