শান্তিনিকেতনে অকাল দোল উৎসব
সজল দাশগুপ্ত , শান্তিনিকেতন , ৩ মার্চঃ শান্তি নিকেতনে এবছরও হচ্ছেনা বসন্ত উৎসব । শতাব্দি ধরে আপামর বাংলার মানুষের আবেগকে আটকে রেখেছিল এই উৎসব । শান্তিনিকেতনের এই উৎসব ছিল সারা বিশ্বের মানুষের কাছে বিশ্বকবির এক জাতি , এক প্রাণ এর বাণী । এই উৎসব বন্ধ হয়ে যাওয়ায় সংস্কৃতিতে একটি বড় আঘাত বলে মনে করছেন অনেক সংস্কৃতি ও ঐতিহ্য প্রেমী । তারা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন এই বিষয় নিয়ে।
এদিকে আগামী ৭ মার্চ দোল উৎসব । তবে আজ থেকেই বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে অকাল দোল উৎসব শুরু হয়ে গেল। সেই চিরপরিচিত ' ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল ' গানে মাতল সবাই । আজ থেকেই বোলপুরের শান্তিনিকেতনের শুরু দোল উৎসব। এই উৎসবকে ঘিরে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রসঙ্গত আগামী ৭ই মার্চ দোল উৎসব, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সাজো সাজো রব লক্ষ্য করা যাচ্ছে। রং, আবিরে ভরে গেছে বাজার। ব্যবসায়ীরা রং আবিরের সম্ভার নিয়ে বসেছেন। বিগত বছরগুলিতে করোনার কারণে সেই রকম বিক্রি হয়নি রং আবিরের, ব্যবসায়ীরা আশা করছেন এই বছর ভালই বিক্রি হবে। উল্লেখ্য বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আজ থেকেই শুরু হয়ে গেছে দোল উৎসব। এই দোল উৎসবে অংশগ্রহণ করেন শান্তিনিকেতন বিশ্বভারতীর পড়ুয়ারা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন