মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী
সজল দাশগুপ্ত , কলকাতা , ১ মার্চঃ চলছে মাধ্যমিক পরীক্ষা,ইউনাইটেড মিশনারি স্কুলের ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী । মঙ্গলবার ঘটনার পুনরাবৃত্তি ঘটল বুধবারেও, এদিন ছিল মাধ্যমিকের পঞ্চম দিন। ভবানীপুর ইউনাইটেড মিশনারি গার্লস স্কুল এর ঝটিকা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে নবান্নে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী নেমে পড়েন ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের সামনে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানান তিনি। এরপর স্কুলের তরফ থেকে মুখ্যমন্ত্রী কে পুলিশ স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। সংশ্লিষ্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমত উচ্ছ্বাসিত হয়ে পড়েন। অনেক ছাত্রী মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরীক্ষার সময় যাতে কোনরকম হই হল্লা না হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান। ছাত্রীরা যাতে সুন্দরভাবে ভেতরে আসতে পারে সে রাস্তাও করে দেন মুখ্যমন্ত্রী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন