চা শ্রমিকদের দুর্দশা দূর করতে বাগান মালিকদের আলোচনায় সাংসদ রাজু বিস্তা
নিজস্ব সংবাদদাতা , মিরিক , ২৮ মার্চঃ আজ মিরিকের ওরেটিতে চি বাগানের মালিকদের সাথে দেখা করে তাদের সাথে আলোচনা করলেন সাংসদ রাজু বিস্তা।তিনি জানালেন রাজ্য সরকার চা বাগানের মালিকদের প্রতিশ্রুতি দিয়েও তা কার্যকর করে উঠতে পারে নি এখনো। চা শ্রমিকদের দুর্দশা একেবারেই বর্ননা করার মতো নয়।তারা সেই ১৯৮০ সালের হিসাব অনুযায়ী বেতন পাচ্ছে। কেন চা শ্রমিকদের দাবী দেওয়া পূরন করা যাচ্ছে না তা একমাত্র রাজ্য সরকারই জানে। চা শ্রমিকদের যদি বর্ধিত হারে টাকা দেওয়া যেত তবে চা শিল্পের প্রসার হত অনেকটাই। কিন্তুু পাহাড়ের উন্নয়ন নিয়ে রাজ্য সরকার কোনদিন ভাবেনই নি। মুখ্যমন্ত্রী এখানে এসে চা শিল্পের উন্নয়নের কথা বলেন, কিন্তুু সত্যি সত্যি কি কোন উন্নয়ন ঘটেছে পাহাড়ে।সেটা একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারবেন। এদিন সাংসদ নিজে মিরিকের চা বাগানগুলি ঘুরে দেখেন এবং চা শ্রমিকদের সাথে কথা বলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন