৩১ নম্বর জাতীয় সড়ক সারাই উত্তরবঙ্গে , বাসিন্দাদের দাবি পুরণ

 

ওদলাবাড়িতে বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পুরণ , শুরু হল ৩১ নম্বর জাতীয় সড়ক সারাই 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৮ মার্চঃ  ওদলাবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের চেল সড়ক সেতু থেকে আইটিআই ইনস্টিটিউট হয়ে তারঘেরা সেনা ছাউনি পর্যন্ত কাঁচা রাস্তাটিকে নতুন করে তৈরি করার কাজ শুরু হলো মঙ্গলবার। এদিন চেল কলনী এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস করেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ।  উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, ডিসি ডাবলু দপ্তরের অফিসার চিত্তরঞ্জন সাহা, কাজের ঠিকাদার নবীন সান্যালসহ অন্যান্যরা। । দু কিলোমিটার চারশো দশ মিটার রাস্তাটির দীর্ঘদিনের দাবি অবশেষে পূরন হওয়ায় খুশি এলাকার মানুষ সহ আইটিআই ইনস্টিটিউটের পড়ুয়ারা।

উল্লেখ্য প্রায় ৬ বছর আগে চেল নদীর তীরে আইটিআই ইনস্টিটিউট চালু হওয়ার আগে থেকেই এই কাঁচা রাস্তাটি নির্মানের দাবি জানিয়ে আসছিলেন এই পথ ব্যবহারকারী চেল কলোনি,শান্তি কলোনি,শোভা কলোনির স্থানীয় মানুষ।একেই কাঁচা রাস্তা,তার ওপর চেল নদী থেকে বালি,পাথর বোঝাই লরি ও ডাম্পার চলাচলের ফলে সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পড়ুয়া থেকে শুরু করে সকলেই চরম অসুবিধায় ছিলেন।পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে যোগাযোগের  একমাত্র সড়কের বেহাল দশার কারনে আইটিআই ইনস্টিটিউটের পড়ুয়ার সংখ্যাও গত কয়েকবছর ধরে লাগাতার কমতে শুরু করেছিলো বলে ইন্সটিটিউটের টিচার ইন চার্জ তনুময় মিত্র জানিয়েছিলেন।স্বাভাবিকভাবেই রাস্তাটি কাজ মঙ্গলবার থেকে চালু হওয়ায় খুশির হাওয়া এলাকা জুরে।ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ এবং অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী উদ্যোগে এদিন এই রাস্তার কাজ শুরু হলো। এতে এই সব এলাকার মানুষের উপকার হবে। ওয়েষ্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট অথরিটির তরফে পিচের এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। 

মন্তব্যসমূহ