ক্রিকেট ডব্ল্যু পি এল এর সুচনা

 শুরু হল ভারতে প্রথম মহিলাদের ক্রিকেটের প্রিমিয়ার লীগ 



বিশেষ সংবাদদাতা , মুম্বাই , ৪ মার্চঃ আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল দেশের প্রথম মহিদের ক্রিকেটের প্রিমিয়ার লীগ । আজ ডব্ল্যু পি এল এর সুচনা হল নবি মুম্বাই এর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে । এদিন টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ ক্রিকেট দলের অধিনায়কের সামনে উন্মোচিত হল এই প্রতিযোগিতার ট্রফি। এদিন অনুষ্ঠানে উপস্থিত পাঁচ অধিনায়িকা হলেন রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর স্মৃতি মান্দানা , মুম্বাই ইন্ডিয়ান্স এর হরমনপ্রিত কাউর , দিল্লী ক্যাপিটালসের মেগ ল্যানিনিং , গুজরাট জায়েন্টস এর বেথ মুনি ও ইউ পি ওয়ারীরস এর এলাইসা হেলি । এছাড়াও ছিলেন বি সি সি আই বোর্ড সভাপতি রজার বিনি । 

আজ থেকেই পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে । প্রথম দিন মুখোমুখি গুজরাত বনাম মুম্বাই ।মোত ২০ টি লীগ ম্যাচ হবে।চলবে ২৩ দিন ধরে । আগামীকাল মুখোমুখি বেঙ্গালুরুর ও দিল্লী । 

মন্তব্যসমূহ