জালে পাইথন

 

মাছ ধরার জালে অজগর 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৩ মার্চঃ  মাছ ধরার জালে আটকে পডলো বিশালাকার অজগর । ঘটনায় বৃহস্পতিবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর হলদিবাড়ি মোড় এলাকায় । খবর দেওয়া হয় এক স্বেচ্ছাসেবী সংগঠনকে । ওই সংগঠনের দীর্ঘ প্রচেষ্টার পরে সাপটিকে উদ্ধার করা হয় । সকালে ফুল তুলতে এসে লক্ষ্য করেন এক ব্যক্তি সাপটি খুব বিপদজনকভাবে জালের মধ্যে পেচিয়েছিল । যার ফলে একটু আহত হয়েছে বলে অজগরটি । তবে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেটিকে প্রাথমিক চিকিৎসা করার করেই  বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ।হঠাৎ করে অজগর সাপের দেখা পাওয়াতে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে।অনেকেই বলছেন রাতে অনেক সময় বোঝাই যায় না অজগর সাপকে,তাই বয়ষ্ক এবং বাচ্চাদের জন্য কিছুটা হলেও চিন্তায় পড়ে গেছেন তারা।শহরে বেশকিছু দিন থেকেই সাপের প্রভাব বেড়েছে যেটা শহরবাসীর কাছে আতঙ্কের। জানালেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চক্রবর্তী।

মন্তব্যসমূহ