নানা দাবিতে উত্তরবঙ্গে আন্দোলনের প্রস্তুতি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৫ মার্চঃ চা শ্রমিকদের জীবনজীবিকার উন্নয়ন, সচ্ছ পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত গঠন সহ একাধিক দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো কংগ্রেসের অঞ্চল সভাপতির সম্মেলন। মাল গ্রামীণ কংগ্রেসের ব্যবস্থাপনায় রবিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অঞ্চল সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হলো মালবাজার মহকুমার ক্রান্তিতে। অনান্য দাবির সঙ্গে বি পি এল তালিকা সংশোধন, প্রতি ব্লকে হিমঘর, সহ একাধিক দাবি উঠে আসে সম্মেলন মঞ্চ থেকে। এদিনের অঞ্চল সভাপতি সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায় সহ জেলা নেতৃত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন