উত্তরবঙ্গে চা শ্রমিকদের নিয়ে আন্দোলনের প্রস্তুতি তৃণমুল কংগ্রেসের

 

চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে তৃণমুলের সভা 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৫ মার্চঃ রাজ্যের  চা শ্রমিকদের প্রতি বঞ্চনা করছে কেন্দ্র।আজ এই অভিযোগ নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ির মাটিগাড়াতে। আজ সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং আই এন টিটি ইউ সি এর সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। আজ এই সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং জেলার তৃণমূল এবং মহিলা কর্মীরা। এদিন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান আমাদের রাজ্যে প্রচুর চা শ্রমিক নিদারুন অসহায়তার সাথে  তাদের জীবন কাটাচ্ছেন। কেন্দ্রীয় হারে তাদের যে টাকা পাবার কথা তারা সে টাকাটুকুও পান না। বছরের পর বছর তাদের সাথে বঞ্চনা করে চলেছে কেন্দ্রীয় সরকার।তাদের জন্য এবারে পথে নামতে চলেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস। চা শ্রমিকদের তাদের পরিশ্রমের মুল্য দিতে হবে। তাদের প্রাপ্য টাকা তাদের পরিবারের হাতে তুলে দিতৈ হবে। বর্তমানে তারা যে টাকা হাতে পান সেটা দিয়ে তাদের কিছুই হয় না। তারা তাদের সন্তানদের মানুষ করতে পারেন না। দারিদ্রতা এবং অভাবের মধ্যে দিয়ে তাদের জীবন কাটে। ন্যায্য টাকা দিলে তাদের  সংসারটা বেচে যাবে। তাই যতদিন না পযর্ন্ত তারা তাদের প্রাপ্য মজুরী পাচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের হয়ে রাস্তায় আন্দোলনে নামবে এবং তাদের হয়ে লড়াই চালিয়ে যাবে বলে জানালেন জেলা সভাপতি।

মন্তব্যসমূহ