আই পি এলে বাঙ্গালী কন্যার বড় চ্যালেঞ্জ

 প্রথমবার আই পি এল ক্রিকেটে বাঙ্গালী কন্যা   , রিচার কাছে বড় চ্যালেঞ্জ 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২ মার্চঃ   প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন স্বাভাবিক ভাবেই খুশী রিচা ঘোষ। জানালেন আমি এতটা আশাই করি নি। আজকে আমি আই পি এল এ খেলতে যাচ্ছি তার জন্য মুল কৃতিত্ব আমার বাবা মা এবং দিদির। এছারাও আমার সহ খেলোয়ার এবং আমার কোচ আমাকে উৎসাহ জুগিয়ে গেছেন। সাথে সাথে তিনি শিলিগুড়ির ক্রিকেট প্রেমী মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সবাই মিলে আমাকে উৎসাহ না দিলে আমি এই জায়গাতে আসতেই পারতাম না। আমার এখন  একমাত্র লক্ষ যেভাবেই হোক নাকেন নিজেকে এই আই পিএল এর ময়দানে প্রতিষ্ঠিত করে তোলা। যেটুকু সন্মান আমি পেলাম আমার মনে হয় এটাই আমাকে উৎসাহ যোগাবে। এখন আমার একমাত্র লক্ষ নিজেকে তৈরী    করা।

মন্তব্যসমূহ