মাদক আটক

 

শিলিগুড়িতে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক আটক 



  নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৫ মার্চঃ  ৩০ লাখ টাকা মূল্যের দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার এক  বিশেষ সূত্রের খবর অনুযায়ী শিলিগুড়ি গোয়েন্দা বিভাগ এবং এনজিপি থানার যৌথ অভিযানে কোচবিহারের দিনহাটার মোফাজ্জুল হুসেন এবং বিমান দেবনাথ নামে দুই ব্যক্তি, যারা কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে একটি মারুতি সুইফ্ট গাড়িতে করে যাচ্ছিলেন, NJP P.S-এর অধীনে জটিয়াকালীতে আটক করা হয়েছে। এনডিপিএস আইন অনুসরণ করে  আটক  ব্যক্তি ও গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা। এনজিপি থানায়  NDPS আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশের পক্ষ থেকে।

শিলিগুড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে মোট ৩০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা।ঘটনা সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ জানতে পারে রেগুলেটেড মার্কেট এরিয়ায় এক যুবক নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রি করছে।এরপর পুলিশ অভিযান চালায় আটক করে ওই ব্যক্তি কে, এদিন আটক ব্যাক্তিকে আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।তাকে জেরা করে আরো জানা গেছে এর আগেও সে বিভিন্ন এলাকা থেকে কাফ সিরাপ এনে শিলিগুড়ি থেকে নেপাল এবং ভূটানে পাচার করত।আর তার সাথে সাথে এই কাজে যুক্ত থাকত বিভিন্ন এলাকার হতদরিদ্র যুবকেরা। যাদের সে বিভিন্নভাবে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন এলাকায় কাফ সিরাপ দিয়ে পাঠাতো।  এর আগে সে এশিয়ার বিভিন্ন জায়গাতে কাফ সিরাপ পাচার করেছে বলে সে জেরায় জানিয়েছে। কাফ সিরাপের সাথে সাথে সে অন্যান্য নেশার সামগ্রীও বিক্রি করত বলে জানিয়েছে সে।

মন্তব্যসমূহ