সন্তোষ ট্রফির ফাইনাল , সেমিফাইনালে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট রেফারির প্রযুক্তি
সজল দাশগুপ্ত , কলকাতা , ২ মার্চঃ ভারতীয় ফুটবলে ভিডিও অ্যাসিস্ট প্রযুক্তির ব্যবহার করা হবে। এবার সর্বপ্রথম এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সন্তোষ ট্রফিতে। প্রসঙ্গত সন্তোষ ট্রফির দুটি সেমিফাইনাল ও ফাইনাল দেশের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাঞ্জাব বনাম মেঘালয়, দ্বিতীয় সেমিফাইনাল হবে সার্ভিসেস বনাম কর্ণাটকের মধ্যে। প্রসঙ্গত দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সন্তোষ ট্রফির সেমিফাইনাল ফাইনাল প্রথম দেশের বাইরে বিদেশে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন ফুটবল মহল। সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রযুক্তির ব্যবহার করা হবে। প্রসঙ্গত ভারতের সেরা ফুটবল টুর্নামেন্ট গুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সন্তোষ ট্রফি। ভিডিও অ্যাসিস্ট রেফারির ব্যবহার সন্তোষ ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল কে আকর্ষণীয় করে তুলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন