অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুদের চিকিৎসা যুদ্ধ কালীন পরিস্তিতিতে
বিশেষ সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়ি , ৪ মার্চঃ আজও অ্যাডিনো ভাইরাসে কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে ঘটেছে মৃত্যুর ঘটনা । এই নিয়ে গত কয়েক দিনে সারা রাজ্যে ৫০ এর অধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটল। এদিকে রাজ্যের সমস্ত হাসপাতালে মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন ভিত্তিতে পরিস্তিতি মোকাবিলায় নেমেছে স্বাস্থ্য দফতর । সমস্ত হাসপাতালে যেমন অক্সিজেন মজুত রাখা হচ্ছে । তেমনি ১০ শতাংশ শয্যা এই ভাইরাস আক্রান্ত শিশুদের জন্য রাখা হচ্ছে। রোগ নির্নায়ক কিট আরো বেশি করে আনার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন অহেতুক আতংকিত না হবার জন্য। অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের সঙ্গে বৈঠক। করলেন মেতর গৌতম দেব এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা মেয়র জানালেন অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে কোনরকম আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সবরকম পরিকাঠামো প্রস্তুত আছে শিশু এবং বয়ষ্কদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যাবস্থা করবে শিলিগুড়ি পুরনিগম। এছারাও প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরী জিনিসের পরিসেবা যোগান দেওয়া হবে শিলিগুড়ি নিগমের তরফ থেকে। যারা যারা এই রোগে আক্রান্ত হবেন তাদের সমস্ত দায়িত্ব নেওয়া হবে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। মেয়র জানান এই রোগে আক্রান্ত হলে অহেতুক আতঙ্কিত হবেন না।শিলিগুড়ি পুরনিগম সবসময় পাশে আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন