রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যশায়ের / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   

শ্রদ্ধেয় সাহিত্যিক  
তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে রবিবারের  সাহিত্যের অঙ্গনে  প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা  পদ্যশায়ের   ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

পদ্যশায়ের  / ১                


তপন উবাচ 

আলোকচিত্র : সেবন্তী ঘোষ


মেধার সড়কপথে মধ্যযামে ইতস্তত ঘুরি

কে যেন ছড়িয়ে গেছে কুচিকুচি শব্দ অগণন

অপাঙ্গে তাকাও তুমি বুঝে গেছি তোমার চাতুরী

যেই পদ্য লিখি তোমার দু ঠোঁটে হাসির স্ফুরণ। 


পদ্যশায়ের / ২ 


আলোকচিত্র : কমলিনী চক্রবর্তী


একগুচ্ছ ভালোবাসা ফুল এনো, প্রেমের মঞ্জরী

এনো কিছু শুচিশুভ্র ফুটে থাকা অসময়ের কাশ

কিছু ইশারাও দিও যাতে কাঁপে মনের লহরী

যদি কিছু না-ও আনো, এনো কিছু সমুদ্রবাতাস।


পদ্যশায়ের / ৩ 

আলোকচিত্র : কাবেরী রায়চৌধুরী


শব্দেরা জাঁকিয়ে এসে বসেছিল মগজের ডালে

মায়াবী দুপুর জুড়ে শেখাল নিপুণ কাব্যভাষা

চকমকি পাথরের মতো শব্দ ঘষে মননের আলে

শায়ের রোপণ করে প্রেমাস্পদ এক পদ্যচাষা।





মন্তব্যসমূহ