রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যশায়ের / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি
আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়। "তপন উবাচ" তে রবিবারের সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা পদ্যশায়ের ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
"তপন উবাচ" তে রবিবারের সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা পদ্যশায়ের ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
পদ্যশায়ের / ১
তপন উবাচ
তুমিই তো চুপিচুপি দিয়ে গেলে বসন্তের ছোঁয়া
চূর্ণ রং ছুঁড়ে ছুঁড়ে রাঙিয়ে দিয়েছ মনোভূমি
বাগিচায় শতপুষ্পে মাতোয়ারা বিহ্বল হাওয়া
যেদিকে ছুঁয়েছি চোখ সবখানে তুমি আর তুমি।
পদ্যশায়ের ২
আলোকচিত্র: তরুণ রায়চৌধুরী
পদ্যশায়ের ৩
চেয়েছি উজাড় করে যত রং রেখেছ ভাণ্ডারে
উপুড় করেছ ঝাঁপি কখনও বলোনি নৈব নৈব
ভরিয়ে দিয়েছ মন রংস্নাত যত উপচারে
রিক্ত হওনি তবু এত পূর্ণ তোমার বৈভব।
চেয়েছিলে লম্বা চিঠি যেন থাকে মনের আঁচড়
পাঠিয়ে দিলাম তাই ভারী এক বহুবর্ণ খাম
খুলে দেখো নেই তাতে প্রথাসিদ্ধ কালির অক্ষর
শুধু তাতে রংভর্তি-- সব আজ তোমাকে দিলাম।
আলোকচিত্র : সোমনাথ দাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন