আবার উল্টালো টয় ট্রেন
নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ৪ মার্চ ঃ দার্জিলিঙে আবার উল্টালো টয় ট্রেন। শনিবার দার্জিলিং এ ,টয় ট্রেনের ইঞ্জিন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। প্রসঙ্গত কিছুদিন আগেই কার্শিয়াং এ উল্টে গেছিল টয় ট্রেনের ইঞ্জিন। ঘুম স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে জোর বাংলার কাছে উল্টে যায় টয় ট্রেনের ইঞ্জিন। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনার কারণে সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে সারিসারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয় বলে। কিছুদিন আগেই কার্শিয়াং এ উল্টে গিয়েছিল টয় ট্রেনের ইঞ্জিন । যার কারনে সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়েছিল। সেই ঘটনার বেশ কাটতে না কাটতে আজ আবারো উল্টে গেল টয়ট্রনের ইঞ্জিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন