উত্তরবঙ্গে আইনজীবীদের ক্রিকেট

 ক্রিকেট মাঠে আইনজীবীরা



কুশল দাসগুপ্ত , শিলিগুড়ি , ৫ মার্চঃ    শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দাগাপুরে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে আজ অনুষ্ঠিত হল শিলিগুড়ির দাগাপুরের মাঠে।আজ এই প্রতিযোগীতার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।মোট ছটি দলকে নিয়ে রাউন্ড রবিন লীগের শেষে দুটি দল ফাইনালে ওঠে। বার আসোসিয়েসনের বি টিম এই প্রতিযোগীতায় চাম্পিয়ান হয়।বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন মেয়র গৌতম দেব।তিনি সকাল বেলাতে নিজেও অনেকক্ষন ব্যাটিং করেন। এই বয়োসেও মেয়রের ব্যাটিং দেখে অবাক হন সবাই।হাতে তালি দিয়ে অভিনন্দন জানান সকলেই।মেয়র জানান প্রতিবছরের মত এবারেও বেশ ভালো সাড়া পাওয়া গেছে এই প্রতিযোগীতার।এবারে একটু দেরী হল তবে ভালো সাড়া পাওয়া গেছে।আগামীবারে আরো ভালোকরেএই প্রতিযোগিতা করা হবে বলে জানান মেয়র। এদিন মেয়রের সাথে ক্রিকেট খেলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি মানিক দে। বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ পুরষ্কার তুলে দেন মেয়র।

মন্তব্যসমূহ