দিল্লী গেলেন গুরুং

গুরুং কি বিজেপি মুখী ? 



কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ৩ মার্চঃ দিল্লী সফরে গেলেন বিমল গুরুঙ্গ। আজ দুপুরে তিনি দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দিলেন। কিছু না জানা গেলেও জানা গেছে বিজেপীর ডাকে দিল্লী উড়ে গেলেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো।বেশ কয়েকমাস ধরেই তৃণমূল কংগ্রেসের সাথে একেবারেই মতের মিল হচ্ছিল না তার। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন আজ তিনি দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বুঝে দিলেন তিনি একেবারেই অন্য রকম ভাবছেন। বিমল গুরুঙ্গ এর সাথে দিল্লী উড়ে গেলেন তার একদা কাছের সঙ্গী অনিল তামাং এবং রাজু শেরপা। বিমল গুরুঙ্গ ঠিক কার সাথে দেখা করতে যাচ্ছেন জানা না গেলেও আগামী লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপী শিবিরে যোগ দিচ্ছেন এটা একপ্রকার নিশ্চিত। মাঝে তৃণমূল কংগ্রেসের সাথে বিমল গুরুঙ্গ এর ঘনিষ্টতা বেড়েছিল অনেকটাই।তারপরে বিভিন্ন কারনে কমতে থাকে বিমল গুরুঙ্গ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্ক। আর আজ বিজেপীর ডাকে দিল্লী উড়ে গিয়ে বিমল গুরুঙ্গ প্রমান করে দিলেন আগামী লোকসভা নির্বাচনে তিনি বিজেপীর জোটসঙ্গী হচ্ছেন। বাকিটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

মন্তব্যসমূহ