স্যুইমিং পুল চালু হল শিলিগুড়িতে

 

শিলিগুড়িতে স্যুইমিং পুল 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ মার্চঃ  শিলিগুড়ি পুরনিগমের উদ্যেগে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের উদ্বোধন করা হল।আজ সকালে এই সুইমিং পুলের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র জানান এই ধরনের সুইমিং পুল দরকার ছিল শিলিগুড়িতে কারন এখানে প্রচুর মানুষ আছেন যারা সাতার শিখতে আগ্রহী।তাই এমন একটা জায়গার দরকার ছিল যেখানে এই সুইমিং পুল করা যেতে পারে।মানুষের জন্যই দরকার সাতার।আমাদের বিশ্বাস এই সূইমিং পুল এবারে ভালো জনপ্রিয়তা লাভ করবে। আর শিলিগুড়ির প্রাক্তন মেয়র নিজে খেলাধুলা ভালোবাসতেন।আর তিনি উৎসাহ দিয়ে গেছেন প্রত্যেকটি খেলাকেই। আজ উদ্বোধনের দিন শিলিগুড়ির কুড়ি জন সাতারু ভর্তি হন সাতার শিখতে। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জলে নেমেছিলেন।

মন্তব্যসমূহ