জলদাপাড়ায় বিক্ষোভ বনকর্মীদের

 বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ অস্থায়ী বনকর্মীদের 



নিজস্ব সংবাদদাতা , জলদাপাড়া , ২ মার্চঃ     স্থায়ীকরণ,বেতন বৃদ্ধি,বকেয়া বোনাস প্রদান  সহ একাধিক দাবিতে  জলদাপাড়ায়  অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন  জলদাপাড়ার অস্থায়ী বনকর্মী, মাহুত ও পাতাওয়ালারা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল হয়েছেন তারা।অস্থায়ী বনকর্মীরা জানান, অনেকে দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর ধরে কাজ করছি।বেতন মাত্র সাত হাজার টাকা।এই সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।তাই আন্দোলনে সামিল হয়েছি।তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বরের পর জালদাপাড়ায় জঙ্গল সাফারিও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মন্তব্যসমূহ