ভেষজ রঙ্গে খেলুন হোলি

 সামনেই হোলি , রঙের কারখানায় শেষ মুহূর্তের প্রস্তুতি 



সজল দাশগুপ্ত , কলকাতা , ৩ মার্চঃ হাতে গোনা আর মাত্র কয়েকদিন । তারপর রঙের উৎসব , বসন্ত উৎসব । এই উৎসবকে হোলিও বলতে পারেন , আবার একেবারে নিজের কথায় দোল । জাতি ধর্ম নির্বিশেষে , একে অপরকে ফাগের নানা রঙ্গে রাঙ্গিয়ে তুলবে। গত কয়েক বছর ধরে এই উৎসবে ব্যবহার করা হচ্ছে ভেষজ আবীর রঙ। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরন্তর গবেষণার ফসল হচ্ছে এই ভেষজ আবীর রঙ। এখন আমাদের সারা রাজ্য জুড়ে ফুল থেকে তৈরি হচ্ছে এই রঙ। আগে নানারকম রাসায়নিক দিয়ে তোইরি হত এই রঙ। সেগুলি ক্ষতি করত আমাদের ত্বককে । এমনকি চোখে গেলেও ভয়ংকর ক্ষতির সামনা করতে হয়েছে অনেককেই ।  

রঙের উৎসব হোলিকে সামনে রেখে  শিলিগুড়ির কারখানায় প্রস্তুত হচ্ছে রংবেরঙের আবিরসামনেই রঙের উৎসব হোলি, জোর কদমে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন শাস্ত্রী নগর এলাকার কারখানায় রংবেরঙের আবীর তৈরির কাজ চলছে। প্রসঙ্গত ফুলের পাপড়ি ,এরারুট সহ আরো কিছু উপকরণ দিয়ে তৈরি হয় আবীর। বিগত বছর গুলিতে করোনা, লকডাউনের কারণে সেই ভাবে ব্যাবসা হয়নি।এই বছর পরিস্থিতি স্বাভাবিক,আশা করা হচ্ছে এই বছর ভালোই ব্যাবসা হবে। চলছে আবির তৈরির কাজ, ৩০ থেকে ৩৫ জন শ্রমিক আবীর তৈরির কাজ করছেন। প্রসঙ্গত এই কারখানার প্রস্তুত আবীর শিলিগুড়ির মহাবীর স্থান সহ বিভিন্ন বাজারে বিক্রয় হয়, এমনকি শিলিগুড়ির বাইরেও রাজ্যের অন্যত্র এই আবীরের চাহিদা রয়েছে।

মন্তব্যসমূহ