জোশীমঠে ভূমিকম্প

 

শনিবার গভীর রাতে ভূমিকম্প কেঁপে উঠল জোশী মঠ 



বিশেষ সংবাদদাতা , জোশীমঠ  , ৫ মার্চঃ ভূমিধসে বিপর্যস্ত যোশীমঠ, ক্রমশই চিন্তা বাড়ছে যোশীমঠ কে নিয়ে। এরই মাঝে শনিবার গভীর রাতে কেঁপে উঠল জোশীমঠের আশেপাশের এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে। সেই কারণে ভূমিকম্পের তীব্রতা খুব একটা বেশি ছিল না। রিখটার স্কেল অনুযায়ী তীব্রতা মাপা হয়েছে ২.৫, তবে ভূমিকম্প অনুভূত হওয়ার পর পর বেশ কয়েকবার আফটার শকে কেঁপে উঠেছে সংলগ্ন এলাকা। গত বৃহস্পতিবারও উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। প্রসঙ্গত ইসরো রিপোর্ট বলছে উত্তরাখণ্ডের দুটি জেলা বিশেষ ধস প্রবণ এলাকা। প্রসঙ্গত যে এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে সেগুলি জোশীমঠ থেকে খুব একটা দূরে নয়। সেই কারণে ক্রমশই বাড়ছে উদ্বেগ।

মন্তব্যসমূহ