অরিজিৎ জ্বরে কাঁপতে চলেছে উত্তরবঙ্গ
সজল দাশগুপ্ত , কলকাতা , ৩ মার্চঃ ভারতীয় সংগীত জগতে অরিজিত সিং এখন এক হার্ট থ্রব নাম। সম্প্রতি কলকাতার অ্যাকোয়াটিকা পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানের লাগাম ছাড়া উচ্ছ্বাস আজো সোস্যাল মিডিয়ার প্রতিপাদ্য বিষয়। এদিকে রকস্টার ফসিলস এর রুপম এর সঙ্গে এক সাথে একটা প্রজেক্ট করছেন বলে নিজেদের সোস্যাল মিডিয়া মারফৎ জানিয়েছেন রুপম ও অরিজিৎ , দুজনেই। রুপমের সাউথ এন্ড পার্কের বাড়িতেও এই প্রজেক্ট নিয়ে আলোচনা করতেও গিয়েছিলেন অরিজিৎ । কলকাতার অনুষ্ঠানে দেখা গেছে রুপম আর অরিজিৎ যুগল বন্দি। এছাড়াও অরিজিত কে গাইতে শোনা গেছে রুপমের গান। কলকাতার অ্যাকোয়াটিকার অনুষ্ঠানে বাঁধ ভাঙ্গা দর্শকদের উন্মাদনা দেখে অরিজিৎ এর জনপ্রিয়তার মাপকাঠির স্কেলটাকে খুব ছোটই মনে হয়েছে ।
এবার উত্তরবঙ্গের শো করতে আসতে চলেছেন শিল্পী অরিজিৎ সিং। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। প্রথমে ঠিক হয় পড়া এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে, তবে কিছু কারণবশত শো এর দিনক্ষণ পরিবর্তন করা হয়। আগামী চৌঠা এপ্রিল অরিজিৎ সিং এর শো অনুষ্ঠিত হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। যদিও টিকিটের দাম কত হবে সে বিষয়ে এখনো জানা যায়নি, সূত্রে খবর মিলেছে পাঁচটি ক্যাটাগরিতে মিলবে টিকিট। এছাড়া আরো জানা গিয়েছে কলকাতার থেকে তুলনামূলকভাবে টিকিটের দাম কিছুটা হলেও কম হবে। এই অনুষ্ঠান দেখবার জন্য টিকিট অনলাইনে পাওয়া যাবে, এছাড়া শিলিগুড়ির বেশ কিছু জায়গা থেকে অরিজিৎ সিংয়ের শো এর অফলাইন টিকিটও মিলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন