শিলিগুড়ি পুর নিগমের রাস্তার খাদ্যাভিযান
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের অভিযান সেবক রোডে রাস্তার উপরে থাকা হোটেল এবং খাবারের দোকানের উপরে। আজ শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে অভিযান চালানো হল সেবক রোডের হোটেল এবং খাবারের দোকানের উপরে। বহুদিন থেকেই রাস্তার উপরে থাকা হোটেল এবং খাবারের দোকানগুলিকে নিয়ে। আজ সকালে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। ডেপুটি মেয়র জানান বার বার বলা হলেও কথাই শুনছিল না এই হোটেলগুলি। আজকে ওদের তিনদিন সময় দেওয়া হল।এর মধ্যে ওদের বলা হল বিকল্প ব্যাবস্থা করতে। যদি ওরা না ওঠে তাহলে ওদের উঠিয়ে দিতে বাধ্য করব আমরা। এদিন প্রায় পঞ্চাশ টি দোকান মালিকের সাথে কথা বলেন ডেপুটি মেয়র। রাস্তায় দোকান নিয়ে বহুদিন থেকেই অভিযোগ ছিল মানুষের।আজ সকালে পুরনিগমের প্রায় তিরিশ জন এসে অভিযান চালায় সেবক রোডের দোকানগুলিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন