ভুমিকম্পে উদ্ধার কার্যে অংশ নেওয়া সারমেয়দের সম্মান

 

তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকার্যে  অংশ নেওয়া সারমেয়দের বিশেষ সম্মান



বিশেষ সংবাদদাতা , ৫মার্চঃ   গত ৬ ফেব্রুয়ারি ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া, রিখটার স্কেলের তীব্রতা ছিল ৭.৮। এই ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রচুর বাড়িঘর ধূলিসাৎ হয়ে যায়, আহত ও নিহত হয় অনেক মানুষ। বিভিন্ন দেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল। এছাড়া ভারত মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো বেশ কিছু দেশ থেকে উদ্ধারকার্য গতি আনবার জন্য পাঠানো হয়েছিল প্রশিক্ষিত কুকুরদের। এক মাস ধরে চলেছে উদ্ধার কাজ, তুরস্কর এয়ারলাইন্স সংস্থার তরফ থেকে উদ্ধার কাজে যাওয়া প্রশিক্ষিত কুকুরদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে।

মন্তব্যসমূহ