গণ উপনয়ন
কুশল দাশগুপ্ত , ধুপগুড়ি , ১ মার্চঃ দুঃস্থ ব্রাহ্মণ পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ি যাজনিক ব্রাহ্মণ সমিতি।ব্রাহ্মণ সমিতির উদ্যোগে বুধবার ধূপগুড়ি জেলাপরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজন করা হল গন উপনয়ন। এদিন ধূপগুড়ি ব্লক ও পার্শ্ববর্তী ব্লকের বিভিন্ন প্রান্তের দুঃস্থ ব্রাহ্মণ পরিবারের পুত্র সন্তানদের উপনয়নের ব্যবস্থা করা হয়েছে।জানা গিয়েছে, ধূপগুড়ি যাজনিক ব্রাহ্মণ সমিতির উদ্যোগে প্রতিবছরের এই গণ উপনয়নের আয়োজন করা হয়।এবছরও গণ উপনয়ন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। দূর দূরান্তের বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে এই গণ উপনয়ন অনুষ্ঠিত হয়।এদিন প্রায় ৪০ জন উপনয়ন নেন।
সমিতির তরফে তারাশঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, উপনয়নে প্রচুর খরচ অনেকের পক্ষেই তা সম্ভব হয়ে ওঠেনা।দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ।প্রতিবছর আয়োজন করা হয়ে থাকে।এবছর ভালোই সাড়া মিলেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন