SFI, DYFI আন্দোলন উত্তরবঙ্গে

 SFI, DYFI এর ডি এম অফিস অভিযান 



নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি , ১৬ ফেব্রুয়ারিঃ  ,   ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফে ছাত্র-ছাত্রীদের অর্ধেক বাস ভাড়া, স্বচ্ছতার সাথে শূন্যপদে অবিলম্বে নিয়োগ, দুর্নীতিমুক্ত আবাস যোজনা ও ১০০ দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির অধিকারের দাবি সহ  এগারো দফা দাবি নিয়ে স্থানীয় সমাজ পাড়া মোড় (  পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে) থেকে মিছিল জেলা শাসক অফিস অভিযান। এদিন এই ডেপুটেশন কে ঘিরে ব্যাপক পুলিশের আয়োজন ছিল।। এদিন ডেপুটেশনে এসে মহিলা ডি ওয়াই এফ আই এর কর্মীরা জানান আমরা দাবী করছি যাতে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতী এবং ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক বাস ভাড়া করতে হবে।কারন বর্তমানে এই বাংলাতে শিক্ষা এবং কর্মসংস্থানের নাজেহাল অবস্থা। আর এই সময় আর কিছু না পারুন মুখ্যমন্ত্রীর উচিত অর্ধেক বাসভাড়া করা ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের জন্য যারা রোজ নিত্য দিনের লড়াই করে যাচ্ছে । আর ভবিষ্যতে যাবেও ।

মন্তব্যসমূহ