একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধায় পালিত উত্তরবঙ্গে

 

উত্তরবঙ্গে পালিত অমর একুশে 



কুশল দাশগুপ্ত , ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কের শহীদ বেদী প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল।আজ সকালেই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পৌছে যান মেয়র গৌতম দেব এবং অন্যান্য এম এম আই সির সদস্যরা।সকালেই গৌতম দেব মাল্যদান করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অন্যান্যদের সাথে। উপস্থিত ছিলেন প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলারেরা। বাংলা ভাষাকে নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করলেন মেয়র এবং অন্যান্য এম এম আই সিরাও। শিলিগুড়িতে বাংলা ভাষার উন্নয়ন হয়েছে। তাই প্রতিবছরই আমরা পালন করি এই দিবস। মেয়র আরো জানান আমরা বাঙালি বলে আমরা গর্বিত।তাই আমাদের লক্ষ এই বাংলা ভাষাকে বাচিয়ে রাখা।এখন আমরা বাঙালিরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছি। সারা পৃথিবীর মানুষ জানে বাঙালা ভাষা বলে একটা ভাষা আছে। আর এটাই আমাদের গর্ব। আমরা পৃথিবীর সমস্ত জায়গায় বাঙালা ভাষাকে প্রতিষ্ঠিত করবো।  আমরা চেষ্টা করি বাঙলা ভাষাকে উঠিয়ে রাখতে সবার উপরে আর সেটাই আমাদের লক্ষ হবে বলে জানালেন মেয়র।

মন্তব্যসমূহ