শিবরাত্রি ব্রত পালিত সারা দেশে

 শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢাললেন বিধায়ক থেকে আম জনতা 




কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারিঃ  গতকালের পরে আজকেও মানুষ শিবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভীড় করেন।গতকাল বিকেল থেকে রাত এগারোটা পযর্ন্ত শিলিগুড়ির প্রত্যেক এলাকায় ভীড় ছিল মানুষের।গতকাল রাত এগারোটা পযর্ন্ত মানুষ দেবাদিদবের মাথায় জল ঢালবার জন্য জমায়েত হন মন্দিরে মন্দিরে।আবার আজ সকাল থেকেই ভীড় হয়ে যায় শিলিগুড়ির সব মন্দিরে মন্দিরে। শিলিগুড়ির সব জায়গাতেই আজ শিবরাত্রী উপলক্ষে ভীড় ছিল দেখবার মতন।আজ সকাল থেকেই ভক্তদের ভীড় জমতে শুরু করে দেয় বিভিন্ন ফুল এবং মিষ্টির দোকানে।বাদ যায় নি ফলের দোকানেও। মহাপুন্য এই তিথিতে মহাদেবের মাথায় জল ঢালতে দেখা যায় আবাল বৃদ্ব বনিতাদেরও। শিবরাত্রি উপলক্ষে এদিন প্রচুর জায়গাতে খাওয়ানোর ব্যাবস্থা করে বিভিন্ন এলাকার পূজো কমিটির সদস্যরা। শিবের মাথায় জল ঢালবার সময় আজ বিকেল তিনটে কুড়ি পযর্ন্ত।তাই দুপুরেও শিলিগুড়ির প্রতিটি মন্দিরে ভক্তদের ঢল নেমে আসেন। মহালিবরাত্রির এই পবিত্র পুন্যতিথিতে সবাই দেবাদিদেব মহাদেবের কাছে নিজের এবং নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করছেন।শিব রাত্রি উপলক্ষ্য আজ গোটা শিলিগুড়ি জুড়েই লাগানো হয়েছিল আলো। প্রতিটি মন্দিরের আশেপাশের এলাকা জুড়ে আলো লাগানোতে একেবারেই অন্য ধরনের চেহারা নিয়েছিল শিলিগুড়ি।তাছাড়া অন্যান্যবারের থেকে এবারে শিলিগুড়িতে  শিবরাত্রী উপলক্ষে ভক্তদের সমাগম ছিল প্রায় দ্বিগুন। মানুষ খোলা  মনে এদিন শিবরাত্রি পালন করলেন।



শিবের মাথায় জল ঢাললেন শিলিগুড়ির বিধায়ক।আজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জল ঢাললেন দেবাদিদেব মহাদেবের মাথায়।আজ সকালে শিলিগুড়ির একটি নামী মন্দিরে বিধায়ক শঙ্কর ঘোষ জল ঢাললেন মহাদেবের মাথায়।হাতজোড় করে প্রার্থনা করলেন মহাদেবের কাছে।জানালেন আমি নিজে একজন শিবভক্ত।তাই আজকের দিনটার জন্য সারা বছর ধরেই চেয়ে থাকি।আমি চাই সবাই ভালো থাকুক। সবার মঙ্গল হোক। শিবের মাথায় জল ঢালবার পরে শিব ঠাকুরের মহা প্রসাদ বিতরন করলেন বিধায়ক।নিজে দাড়িয়ে থেকে প্রসাদ দিলেন পথচারীদের।জানালেন সবাই আজকের দিনটিতে খেয়ে শান্তিতে থাকুক। সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করি। আমরা সবাই মানুষ আমাদের অনেক ভুল হয়।তবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। জানালেন বিধায়ক।আবার সামনের বছরে ভোলেবাবার মাথায় যেন ঠিকভাবে জল ঢালতে পারি এটাই প্রার্থনা করলাম ঠাকুরের কাছে, জানালেন শিলিগুড়ির বিধায়ক।

মন্তব্যসমূহ