মর্মকথা নাটক অন্যমাত্রার এক থ্রিলার

নাট্য আলোচনা 

 মর্মকথা এক মনস্তাত্বিক থ্রিলার 



বিশেষ সংবাদদাতা, কলকাতাঃ নাটকের মধ্যে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে কয়েক দশক ধরে। সত্তরের দশকের শেষে এসেছিল অনুবাদ ভিত্তিক থ্রিলার। বেশ জনপ্রিয় হয়েছিল শৌভনিকের মাউস ট্র্যাপের অনুবাদ ' ইদুর কল ' । সেটাই মনে হয় বাংলা রঙ্গমঞ্চে প্রথম থ্রিলার । যেখানে মনস্তাত্বিক একটা টানটান উত্তেজনা । মর্মকথা দেখতে দেখতে মনে হয়েছিল সেই দিনের কথা ।  'প্রেক্ষা" নামের নতুন দলটির সাম্প্রতিক প্রযোজনা ' মর্মকথা"  মধুসুদন মঞ্চে দেখতে দেখতে মনে হয়েছিল , অনেক পরীক্ষা নিরিক্ষার ফসল এই নাটকটি। নাটকটি 'মম' এর লেখা ' দ্য স্যাক্রেড ফ্লেম" এর ভাবানুবাদ। নাটকটি লেখা হয়েছিল ১৯২৮ সালে। নাটকটি ভাবানুবাদ করেছেন পরিচালক চন্দ্রশেখর আচার্য। তিনি এক্ষেত্রে মুল নাটকের কাঠামোটিকে ঠিক রেখেছেন। ফলে সামার সেট মম এর নাটকের মধ্যে থাকা যে ঘাত প্রতিঘাত , তা যথাযথ ভাবে উপস্থাপিত হয়েছে। আরো ভালো বিষয় যে নাটকটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনুদিত হয়েছে। ভীষ্ম নামের এক চরিত্রের  মৃত্যু , আর এক নার্সের এই মৃত্যুকে অস্বাভাবিক ভাবাকে কেন্দ্র করে নাটক এগোয়। আর দর্শক একাত্ম হয়ে যায় নাটকের চরিত্র ও ঘটনা প্রবাহের মধ্যে । এখানেই সার্থকতা অভিনেতা ও পরিচালকের। এই নাটকে ভীষ্ম চরিত্রে প্রলয় ঘোষ , নার্স চরিত্রে মহুয়া ব্যানার্জির অভিনয় বেশ ভালো । তবে অন্য চরিত্রকে বাদ দিলে চলবে না। এটা একটা সামগ্রিক টীম ওয়ার্ক বললে ভুল বলা হবে না।  

মন্তব্যসমূহ