নির্বাচনে বিজেপীর সঙ্গী জি এন এল এফ

 
পাহাড়ে  জি এন এল এফ সঙ্গী হচ্ছে বিজেপী 'র


বিশেষ প্রতিনিধি , দার্জিলিং , ২১ ফেব্রুয়ারিঃ   আজ সকালে দার্জিলিং এর জি এন এল এফ নেতৃত্বের সাথে কথা বললেন সাংসদ রাজু বিস্তা। আজ সকালে জি এন এল এফ প্রতিনিধি অশোক তামাং এবং সুনিল গুরুঙ্গ দেখা করেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার সাথে।তাদের মধ্যে আধ ঘন্টা ধরে আলোচনা হয়। জি এন এল এফের তরফ থেকে সাংসদকে বেশ কিছু প্রসতাব দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে সাংসদের সাথে কথা বলে তারা জানিয়েছেন আগামী নির্বাচনে তারা বিজেপীর সাথে পাহাড়ে একটা জোট তৈরী করতে চান।এর মধ্যে জানা গেছে বিজেপী জি এন এল এফের সাথে জোট বাধতে ইচ্ছুক। আগামী নির্বাচনে সাংসদ রাজু বিস্তাও জানান তিনি বিজেপীকে চাইছেন এক বছর পরের লোকসভা ভোটে। এদিন সাংসদের সাথে দেখা করতে আসেন জি এন এল এফের বেশ কিছু প্রবীন সদস্য ও। সাংসদ তাদের জানান বিজেপী সবসময় চায় পাহাড়ের উন্নয়ন।তাই বেশ কিছু পরিকল্পনা তৈরী করছে তারা।  আজ রাজু বিস্তার সাথে সাক্ষাৎ করে জি এন এল এফ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিলো যে তারা নির্বাচনে তারা বিজেপীর পক্ষেই থাকছে।

মন্তব্যসমূহ