ওষুধের দোকান থেকে উদ্ধার নিষিদ্ধ ড্রাগ ,আটক ১
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারিঃ লুকিয়ে চুরিয়ে নয় । একেবারে প্রকাশ্যে এল অন্য ভাবে মাদক বিক্রির এক অভিনব পদ্ধতি । ওষুধের দোকানের আড়ালেই চলছিল নেশার ওষুধ ও কাফ সিরাপের ব্যাবসা। আর সেই খবর একটি গোপন সুত্র মারফৎ খবর আসে পুলিশের কাছে । শিলিগুড়ি থানার পুলিশ ওই ওষুধের দোকানে অভিযান চালায়। আটক করা হয়েছে দোকানের মালিককে ,নাম ইন্দ্রনীল রায়।
এদিন শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডে একটি ওষুধের দোকানে অভিযানে অবাক হয়ে যায় পুলিশ ।ওই দোকান থেকে উদ্ধার করা হয় প্রচুর নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ। উদ্ধার হওয়া নেশার ট্যাবলেট ও কাফ সিরাপের বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃত ব্যক্তিকে আগামীকাল আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন