উল্টে গেল ট্রয় ট্রেন , আহত ১
বিশেষ সংবাদদাতা , কার্শিয়াং , ২৪ ফেব্রুয়ারিঃ কার্শিয়াং এর কাছে উলটে গেল ট্রয় ট্রেন।আজ সকালে কার্শিয়াং এর কাছে রানি বসতি এলাকায় ট্রয় ট্রেন উলটে যায়। খূব আসতে চলায় একেবারে ক্ষতি হয় নি কারো। যাত্রীরা আগের থেকেই বুঝতে পেরে নেমে পড়েন। বেশ কিছু যাত্রী ভয় পেয়ে দৌড়াতে থাকেন। তবে রেলের কর্মচারীদের তৎপরতায় রক্ষা পায় ট্রয় ট্রেন। ট্রেনের যাত্রীদের কাছ থেকে জানা গেছে বেশ ভালই আসছিল ট্রেনটি। রাস্তায় কোন সমস্যায় পড়ে নি। হঠাত এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মনে। ট্রেনের যাত্রীদের মধ্যে অনেকেই নেমে পড়েছিলেন আগের ষ্টেশনগুলিতে। যখন ট্রেনটি উলটে যায় ট্রেনে যাত্রী সামান্যই ছিল।ফলে রেল কতৃপক্ষ তড়িঘড়ি এসে ড্যামেজ কন্ট্রোল করে। ঘটনাস্থলে ছুটে যান পাহাড়ের বিধায়ক শান্তা ছেত্রী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন