শ্রদ্ধায় পালিত গিরিশ ঘোষ জন্মজয়ন্তী

 নাট্যকার  গিরিশ ঘোষ এর ১৮০ তম জন্মজয়ন্তী পালন 


 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ   শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বাংলা নাট্য সাহিত্যের পথ প্রদর্শক গিরিশচন্দ্র ঘোষের ১৮০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মেয়র এবং অন্যান্যরা।আজ সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। মেয়র প্রথমে মাল্যদান করেন এবং পরে আসেন কাউন্সিলার এবং অন্যান্যরা। মেয়র জানান আমাদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষের মত নাট্যকার ছিলেন এটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের উচিত এই মহান মনিষীদের মনে রাখা।  এদিন সব কর্মীরাই  এই মনিষীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

মন্তব্যসমূহ