সাত সকালে ভূমিকম্প মেঘালয়ে

 মেঘালয়ে ভূমিকম্প



বিশেষ সংবাদদাতা , মেঘালয় , ২৮ ফেব্রুয়ারিঃ  এবার ভূমিকম্পে কাঁপলো মেঘালয়। সাত সকালে ভূমিকম্প মেঘালয়ে, রিখটার স্কেলের তীব্রতা ৩.৭।মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয় তুরায়। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। এদিন সকাল ছটা বেজে সাতান্ন মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। যদিও ভূমিকম্পের কারণে কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ভূমিকম্প অনুভূত হওয়ার পাঁচ ঘন্টা আগেই কম্পন অনুভূত হয়েছে মনিপুরে, সোমবার গভীর রাতে মণিপুরে ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.২।

মন্তব্যসমূহ