ঘূর্ণিঝড়ের কারণে অকল্যান্ড সহ আরো বেশ কয়েক জায়গায় জরুরি অবস্থা জারি
বিশেষ সংবাদদাতা , ১৪ ফেব্রুয়ারিঃ নিউজিল্যান্ডের অকল্যান্ড সহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় গ্যাবরিয়ালের কারণে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভয়ংকর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৫৮ হাজার মানুষ গৃহ হীন হয়ে পড়েছেন। জরুরি অবস্থা জারি করা হয়েছে অকল্যান্ডে, এটি বিদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই নিয়ে তৃতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। একদিকে বাড়ি বাতাস অপরদিকে বৃষ্টি অকল্যান্ডের পরিস্থিতি অবশ্যই উদ্বেগ জনক হচ্ছে। সূত্রে খবর মিলেছে সেই কারণে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যতম বড়সহ অকল্যান্ড বর্তমানে খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন