পা হারিয়েছেন বাবা, পথ চলতে ব্যাটারি চালিত সাইকেল তৈরী করে দিলেন ছেলে
কুশল দাশগুপ্ত , মাটিগাড়া , ২৭ ফেব্রুয়ারিঃ বছর তিনেক আগে এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন মাটিগাড়ার বাসিন্দা রনজিৎ পাল। ঘুরে ঘুরে মাছ বিক্রি করে ভালোভাবেই সংসার চালাচ্ছিলেন তিনি,হঠাৎ করে এক দুর্ঘটনায় পা হারিয়ে ফেলেন তিনি। বন্ধ হয়ে যায় তার মাছের ব্যাবসা। অনিশ্চিত হয়ে পড়ে তার সংসার। তিনি জানালেন অনেকদিন ধরেই তাকে দেখে এই চিন্তা করছিল তার মেজো ছেলে সুজন কিভাবে তার বাবাকে আবার কর্মস্থলে পৌছানো যায়,অবশেষে বহু চেষ্টার ফলে নয়মাস লড়াই করে তিনি তৈরী করে ফেলেন এই সাইকেল। আজ তারই তৈরী করা ব্যাটারিচালিত সাইকেল নিয়ে আবার মাছ বিক্রি করছেন রনজিৎ পাল। দুই ছেলে স্ত্রী এবং পুত্রবধু এবং নাতিদের নিয়ে সুখের সংসার তার। আমার ছেলেরা দুজনেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে।তাই মাছ বিক্রি করা একটু হলেও হালকা করে দিয়েছেন রনজিৎবাবু। জানালেন এখন আর সংসার চালানোর জন্য মাছ বিক্রি করি না।এই কাজ আমার পছন্দ তাই আমি আবার বের হচ্ছি মাছ বিক্রি করতে। তবে আমি গর্বিত আমার ছেলে এবং বৌমাদের নিয়ে।জানালেন রনজিৎ পাল,তিনি জানালেন আমার বৌ রা ভালো তাই আমাদের ছেলেরা ভালো আছে এখনো।আর এখানেই আমার আনন্দ জানালেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন