বেঙ্গল সাফারি পার্কের নতুন আকর্ষণ

 বেঙ্গল সাফারি পার্কে আসছে নতুন অতিথি 



 সজল দাশগুপ্ত , দার্জিলিং , ২৮ ফেব্রুয়ারিঃ  গরমের ছুটিতে দার্জিলিং কিংবা ডুয়ার্স পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন। তবে পর্যটকদের কাছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এবার এই পার্কে নতুন অতিথি আসতে চলেছে। প্রসঙ্গত ১৫টি ব্ল্যাক ডিয়ার ও ৪ টি হগ ডিয়ার বেঙ্গল সাফারি পার্কে আনা হবে। সূত্রের খবর সংশ্লিষ্ট ব্ল্যাক ডিয়ার ও হগ ডিয়ার গুলি ইতিমধ্যে আনা হয়ে গেছে বেঙ্গল সাফারি পার্কে। তবে এখনই দর্শকরা এদেরকে দেখতে পাবেন না। যাকে তারা বেঙ্গল সাফারি পার্কের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। আপাতত তাদেরকে ২০  দিন বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে, তারা যাতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। এরপরই দর্শকরা এই হরিণ গুলিকে দেখতে পারবেন। প্রসঙ্গত হরিণ গুলির আকৃতি অন্যান্য হরিনের  থেকে একটু ছোট। রাজ্যের বনমন্ত্রী জ্যোতপ্রিয় মল্লিক বেঙ্গল সাফারি পার্ক সম্পর্কে জানিয়েছিলেন ঢেলে সাজানো হবে এই পার্কে। সেই ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে প্রচুর পশু রয়েছে বেঙ্গল সাফারি পার্কে, বাইরে থেকে আগত পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় এই পার্ক।

মন্তব্যসমূহ