ভারতকে ফাইনালে তুলতে পারলাম না , আক্ষেপ রিচা ঘোষের
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারিঃ আমি চেষ্টা করেছিলাম। পারলাম না,জানালেন বর্তমানে ভারতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড় রিচা শর্মা। শিলিগুড়ির উনিশ বছরের তরুনী জানালেন সেমিফাইনালে মাত্র সতেরো করেছি,তাই নিজেকেও দায়ী করছি আমি। একটুর জন্য 5রান হেরে গেলাম। ভাগ্য ভালো হলে আজকে ফাইনালের জন্য এগিয়ে গিয়েছিলাম আমরা। কিন্তুু পারলাম না.তবে আমরা ভালো খেলেছি দুর্ভাগ্য আমাদের হেরে গেলাম।আমি সেমিফাইনালে একেবারেই খেলতে পারি নি।ওই শট্ টা খেলাটাও উচিত হয় নি আমার। 5রান মাত্র দরকার আর সেটাই পারলাম না। এতকাছে এসে হেরে যাওয়ায় সত্যি সত্যি খারাপ লাগছে। আমাদের সব খেলোয়াড় ভালো খেলেছে। আর আমরা মহিলা দলের প্রত্যেক খেলোয়াড় নিজেকে উজার করে দিয়েছি। অভিনন্দন অষ্ট্রেলিয়া দলকে। আমাদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল জানালেন রিচা। তবে ভবিষ্যতে এই হার আমাদের সাহায্য করবে এবং ভালো খেলার তাগিদ জোগার করবে জানালেন শিলিগুড়ির উনিশ বছরের ক্রিকেট নক্ষত্র রিচা ঘোষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন