রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যশায়ের / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি
আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়। "তপন উবাচ" তে রবিবারের সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা পদ্যশায়ের ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
"তপন উবাচ" তে রবিবারের সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা পদ্যশায়ের ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
পদ্যশায়ের / ১
তপন উবাচ
আলোকচিত্র : কমলিনী চক্রবর্তী
নীরবে গড়ায় রাত, স্ফুটনোন্মুখ একটি কুঁড়িফুলের প্রস্তুতি নেয় সঙ্গোপনে জেগে রাত সারাতেমনই তোমার চোখে রাতভর কত লুকোচুরিসায়ংকালের সন্ধ্যাতারাটি ভোরে হল শুকতারা।
পদ্যশায়ের / ২
আলোকচিত্র : শ্যামাপদ চৌধুরী
হাজার বছর ধরে র়ং তুলি নিয়ে আছি সুপ্ত প্রতীক্ষায়আঁকব আমার এক না-দেখা নারীর প্রিয় হাসকুটি মুখতাকে খুঁজে খুঁজে কত পথ হেঁটে চলি দিন যায় রাত্রিও যায়কত মুখ দেখি, কারও সঙ্গে আজও মেলেনি তো তার হাসিটুক।
পদ্যশায়ের / ৩
তপন উবাচ
আলোকচিত্র : কমলিনী চক্রবর্তী |
নীরবে গড়ায় রাত, স্ফুটনোন্মুখ একটি কুঁড়ি
ফুলের প্রস্তুতি নেয় সঙ্গোপনে জেগে রাত সারা
তেমনই তোমার চোখে রাতভর কত লুকোচুরি
সায়ংকালের সন্ধ্যাতারাটি ভোরে হল শুকতারা।
পদ্যশায়ের / ২
আলোকচিত্র : শ্যামাপদ চৌধুরী |
হাজার বছর ধরে র়ং তুলি নিয়ে আছি সুপ্ত প্রতীক্ষায়
আঁকব আমার এক না-দেখা নারীর প্রিয় হাসকুটি মুখ
তাকে খুঁজে খুঁজে কত পথ হেঁটে চলি দিন যায় রাত্রিও যায়
কত মুখ দেখি, কারও সঙ্গে আজও মেলেনি তো তার হাসিটুক।
পদ্যশায়ের / ৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন