অসুস্থতাকে তুচ্ছ করে পরীক্ষা দিলেন অদিতি

 মনের জোরের কাছে হার মানল অসুস্থতা , মাধ্যমিক দিলেন অদিতি 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ  মাধ্যমিকের চতুর্থ দিনে পরিক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অদিতি সেন।আজ বাড়ি থেকে পরিক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। তার দাদা আর দেরী না করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সাথে সাথে খবর দেয় ইষ্কুল  কতৃপক্ষে। সাথে সাথে দৌড়ে চলে আসে ইষ্কুল কতৃপক্ষ। তারা ছাত্রীটিকে জানান যদি সে পরিক্ষা দিতে চায় তবে তারা তার ব্যাবস্থা করবে। অদিতি সেন রাজী হয়ে যায় এবং অসুস্থ থাকা অবস্থায় সে পরিক্ষা দিতে বসে।ইষ্কুল কতৃপক্ষ তার পরিক্ষা দেবার ব্যাবস্থা করেন। অদিতি জানিয়েছে ভালই পরিক্ষা দিয়েছে সে। জানায় খাবার সমস্যার কারনে তার পেটের গোলমাল হয়ে গিয়েছিল। আজ সে পরিক্ষা দিতে যখন তৈরী হচ্ছিল তখনই সে অসুস্থ হয়ে পড়ে। সাথে তার দাদা থাকায় দাদাই প্রাথমিক সবকিছু সামলে দেন।বাকি কাজটা করে ফেলেন ইষ্কুল কতৃপক্ষ। অদিতি জানিয়েছে তার পরিক্ষা ভালই হয়েছে।পরের পরিক্ষা সে ইষ্কুল থেকেই দেবে এমনটাই জানিয়েছে সে।

মন্তব্যসমূহ