প্লাস্টিক ক্যারি ব্যাগের বদলে চাল

 

অভিনব উদ্যোগ , প্লাস্টিক ক্যারিব্যাগ জমা করলেই পাওয়া যাবে চাল 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারিঃ প্লাস্টিক ক্যারি  ব্যাগের বদলে চাল।আজ শিলিগুড়ির কুড়ি নং ওয়ার্ডে এই অভিনব উদ্যোগ শুরু করলেন মেয়র গৌতম দেব।আজ কাউন্সিলার অভয়া বসুর উদ্যেগে নিজের ওয়ার্ডে শুরু করলেন এই  পদ্ধতি । একশো উনিশটি ক্যারি ব্যাগ জমা করলে পাওয়া যাবে এক কেজী চাল। মেয়র নিজে উপস্থিত থেকে সাতজনের হাতে তুলে দিলেন এই চাল।  মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলার অভয়া বসু ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। মেয়র জানালেন পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই প্লাস্টিক ক্যারি ব্যাগের কারণে , তাই এই প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে আমাদের এই উদ্যোগ ।যারা যারাএই ব্যাগ জমা করে গেলেন তাদের আমি সাধুবাদ জানাই। তিনি এই বলে আবেদন জানান যে ," আমি শিলিগুড়ির সকল নাগরিকদের আহবান করছি ,  তাদের এইভাবে শিলিগুড়িকে দূষন মুক্ত করতে এগিয়ে আসতে। "

মন্তব্যসমূহ