সিকিমে আবার বনধ
বিশেষ সংবাদদাতা , সিকিম , ২৭ ফেব্রুয়ারিঃ আবার বনধ্ সিকিমে।বেশকিছুদিন খোলা রাখার পরে আবার বনধ্ ডাকলো সিকিমের 4হুইলাস আসোসিয়েসন।তারা জানিয়েছে যতদিন না পযর্ন্ত তাদের বিভিন্ন দাবী মেনে নেওয়া হচ্ছে ততদিন কোন পর্যটককে তাদের গাড়িতে নেবে না কিংবা পৌছে দেবে না তারা। জানা গেছে সিকিমে যাদের মুলত কাজ পর্যটকদের হোটেলে পৌছে দেওয়া এবং যারা শুধুমাত্র পর্যটকদের নিয়েই তাদের জীবিকা চালান তাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত কর নিচ্ছে সিকিম সরকার।তারা জানিয়েছে যদি তাদের দাবী মেনে তাদের আয়ের উপর ভিত্তি করে কর নেওয়া হয় তবেই তারা তাদের পুরানো পেশায় আবার ফিরে যাবেন। তা না হলে অনির্দিষ্ট কলের জন্য বনধ্ চালিয়ে যাবেন তারা। গতকাল থেকে এই বনধ্ এর ফলে বিপদে পড়ে যান সিকিমে আগত বেশ কয়েক হাজার পর্যটক। সিকিমে ঢুকতে না পেরে আবার ফিরে যান তারা। অনেক পর্যটক তাদের বুকিং মোবাইলের মাধ্যমে করে ফেলেছিলেন।এই অবরোধের কারনে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে যান তারা। অনেকেই সব আশা ছেড়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওয়ানা দেন। অনেকেই সিকিম থেকে সরাসরি শিলিগুড়িতে চলে আসেন।এদিকে সিকিমের বনধ্ এর কারনে পোয়া বারো দার্জিলিং এর সব পর্যটক শিলিগুড়ি থেকে সরাসরি দার্জিলিং এর উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। এই বনধ্ আমাদের শেষ করে দেবে বলে হতাশা প্রকাশ করলেন সিকিমের এক বিখ্যাত হোটেল মালিক। তিনি জানিয়েছেন এই বছরে এটা তৃতীয় বনধ্।তাই আমরা হতাশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন