বিশেষ সংবাদদাতা , কলকাতা , ২১ ফেব্রুয়ারিঃ আজ ২১ শে ফেব্রুয়ারি । সারা বিশ্ব জুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদদের প্রতি ।
বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙ্গালীজনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটিদিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিন , বাংলাকে পুর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহিদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহিদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিসেবে পালন করা হয়।আজ কলকাতার দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানান । দেশপ্রিয় পার্কে ২১ ফেব্রুয়ারি পালনের মঞ্চে বাংলার শিল্পী, সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত থেকে মনোময়দের গানে ছিল ভাষা দিবসের সুর। গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। কবিতা পাঠ করেন জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত। তিনি এদিন বলেন , ’’ ভাষা আসলে যোগাযোগের একটা মাধ্যম , এটা বোঝাতে মমতা বলেন, ‘‘ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনিকেশন।’’এদিন তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চালু করলেন ' আপন বাংলা ' পোর্টাল ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন