বর্জ ব্যবস্থাপনা উত্তরবঙ্গে
কুশল দাশগুপ্ত , চম্পাসারি , ২৪ ফেব্রুয়ারিঃ চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ শিলিগুড়ির চম্পাসারিতে শুরু হয়ে গেল সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট এর সূচনা।আজ সকালে জেলা সভাপতি পাপিয়া ঘোষ নিজে দাড়িয়ে থেকে সূচনা করলেন এই সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট এর। উপস্থিত ছিলেন জেলা সভাপতির অঞ্চলে সভাপতি এবং সাধারন কর্মীরা। সকালে জেলা সভাপতির সাথে সূচনা মুহূর্তে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারন কর্মীরা।জেলা সভাপতি জানালেন এই কাজ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়।তাই আমি নির্দেশ দিয়েছি যাতে এই কাজ করতে ভালো এবং দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়। সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।এই কাজ করা খুব একটা সহজ কথা নয়।যারা এই কাজে থাকে তারা একেবারে শুরু থেকে শেষ পযর্ন্ত কাজ করে। তাই আমার শুভেচ্ছা থাকল তাদের সাথে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন