শিলিগুড়িতে জি ২০ সম্মেলন , প্রস্তুতি তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারিঃ জি২০ সম্মেলন নিয়ে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও শুরু হয়েছে প্রস্তুতি।জি-২০ সম্মেলনের বিষয়ে শহরের মানুষকে জানাতে আজ বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হল।এই শোভাযাত্রা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হাসমি চক, সেবক মোড় হয়ে মহাত্মাগান্ধী মোড়ে গিয়ে শেষ হয়।এদিন জি 20নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা জানান এটা শুধুমাত্র শিলিগুড়িই নয় উত্তরবঙ্গের মানুষের কাছে গর্বের বিষয়।এইখানে যোগ দিতে আসবেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা। এই সন্মেলনের পরে গোটা পৃথিবীতে শিলিগুড়ি শহর একটা আলাদা পরিচয় বহন করবে। শিলিগুড়ি এমনিতেই বানিজ্যিক শহর হিসেবে পরিচিত সারা বিশ্বের কাছে এই সন্মেলনের পরে শিলিগুড়ি একটা আলাদা পরিচয় পাবে মানুষের কাছে। এখানে যারা যোগ দেবেন বিশ্বের দরবারে শিলিগুড়ির সন্মান বাড়িয়ে দিয়ে যাবেন।আজকে এই সন্মেলন উপলক্ষে শিলিগুড়ির চারিদিকে সাজিয়ে তোলা হয়েছিল একটা আলাদা রঙের পতাকা এবং ফুল দিয়ে।এদিন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরা। এদিকে এই শোভাযাত্রা নিয়ে সাংসদ রাজু বিস্তা জানান এটা আমাদের কাছে গর্বের বিষয় শিলিগুড়িতে তৈরী হচ্ছে এই ধরনের আন্তর্জাতিক মানের সন্মেলন যেটা শিলিগুড়িকে বিশ্বের দরবারে আরো উচুতে নিয়ে যাবে। আগামী দিনে প্রচুর মানুষ শিলিগুড়িতে ব্যাবসা করতে আসবেন বলে দাবী করেন বিজেপী সাংসদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন