উত্তরবঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী

 

উত্তরবঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ   শিলিগুড়িতে এসে পৌছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাগডোগরা বিমানবন্দরে তাকে অ্যর্ভর্থনা জানাতে পৌছে যান সাংসদ রাজু বিস্তা। গতকাল গভীর রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পৌছান বাগডোগরা এয়ারপোর্টে। সেই সময় তাকে স্বাগত জানাতে এয়ারপোর্ট পৌছে যান সাংসদ রাজু বিস্ত এবং অন্যান্য জেলা বিজেপীর সদস্য এবং সমর্থকেরা। নির্মলা সীতারমন জানান তিনি কয়েকদিনের জন্য পাহাড়ে এসেছেন। ঘোরা ছাড়াও তার কিছু রাজনৈতিক আলোচনাও আছে বলে জানান তিনি। সাংসদ রাজু বিস্তা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তিনি যা বলবেন আমরা তা শুনে পালন করতে তৈরী। কি কি নিয়ে আলোচনা সেটা জানতে পারা না গেলেও সামনে জি20সামিট নিয়ে প্রসতুতির কারনেই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর  এই উত্তরবঙ্গ সফর সেটা মোটামুটি আন্দাজ করতে পারা যায়। এদিকে এই সফর নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির বিজেপী সমর্থকদের মধ্যে।তারা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই সফর শিলিগুড়ির বিজেপী সমর্থকদের এক নতুন আলোর পথ দেখাবে। বিধায়ক শঙ্কর ঘোষ জানান এই সফর উত্তরবঙ্গকে আরো উন্নয়নের রাস্তায় নিয়ে যাবে।

মন্তব্যসমূহ