চিতা বাঘের মৃতদেহ উদ্ধার
বিশেষ সংবাদদাতা , জলপাইগুড়ি , ১৪ ফেব্রুয়ারিঃ পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করলো বনকর্মীরা। জানা গিয়েছে, বীরপাড়া থানার তুলসীপাড়া চা বাগানের সামনে লঙ্কা রোডে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা গিয়ে চিতাবাঘটির দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে বনকর্তাদের অনুমান সম্ভবত কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়ে থাকতে পারে চিতাবাঘটির।তবে ময়নাতদন্তের পরেই ওই চিতাবাঘটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তরের আধিকারিকেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন